দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান ও বিএনপির এক দফা দাবিতে ডাকা অবরোধকে সমর্থন জানিয়ে ঢাকা কলেজের ফটকে তালা দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে আখতারুজ্জামান ইলিয়াস হল শাখা ছাত্রদলের ব্যানারে নেতাকর্মীরা তালা লাগিয়ে দেন। তবে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা দুই ফটকেই তালা দিয়েছেন।
পরে কলেজ প্রশাসন তালা ভেঙে ফটক খুলে দেয়। এ ঘটনায় শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়েনি বলেও জানিয়েছে প্রশাসন। ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ ছাত্রদলের এক নেতা বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি মেনে নিতে হবে। আজ ৫ম দফা অবরোধ কর্মসূচির ২য় দিনে হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের দুই ফটকেই তালা দিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়েছে।
এর আগেও গত ৫ নভেম্বর (রোববার), ২ নভেম্বর (বৃহস্পতিবার), ৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধকে সমর্থন জানিয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।