রাজধানীর নয়াপল্টনে নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। তফসিলের সময় ঘোষণা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা, হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের দাবিতে এ মিছিল করেছে দলটি।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘প্রত্যাখান প্রত্যাখান শেখ হাসিনার তফসিল’, ‘স্বৈরাচারের তফসিল- মানি না মানব না’, ‘অবৈধ তফসিল মানি না মানব না’, ‘শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নেবে জনতা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।