গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটালে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকার ১নং সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান।
বিএনপির নেতাকর্মীরা জানায়, বুধবার সকাল পৌনে সাতটায় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শ্রীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন বলেন, বুধবার সকালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো ধাওয়ার ঘটনা ঘটেনি। বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে পর পর ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে পালিয়ে যায়।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির মিছিলে পিকেটিং হচ্ছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।