ইন্দোনেশিয়ার মাটিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সন্ধ্যায় মাঠে নামবে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। সন্ধ্যা ৬ টায় ব্রাজিলের প্রতিপক্ষ ইরান। আর আর্জেন্টিনা খেলবে সেনেগালের বিপক্ষে।
ফিফার বয়সভিত্তিক এই বৈশ্বিক আসরে এই ম্যাচ দিয়েই নিজেদের যাত্রা শুরু করবে লাতিনের দুই দল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে কিছুটা সহজ প্রতিপক্ষই পাচ্ছে। সি গ্রুপের ম্যাচে ইরানকে হারাতে খুব বেশি বেগ পাওয়ার কথা না জুনিয়র সেলেসাওদের। তবে ম্যাচ শুরুর আগেই ভেরন এবং লিংকনের ইনজুরি স্বাভাবিকভাবেই তাদের দুশ্চিন্তায় ফেলবে।
অন্যদিকে আর্জেন্টিনা বর্তমানে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-১৭ তে তাদের আছে একরাশ হতাশা। জুনিয়র ফুটবলের এই আসরে চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, কখনো ফাইনালেই পা রাখা হয়নি তাদের। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষও খুব একটা সহজ না। বয়সভিত্তিক ফুটবলের শক্তিশালী দল সেনেগালের বিপক্ষে মাঠে নামবে তারা।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এবার বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ থেকে অংশ নিচ্ছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ জাপান, পোল্যান্ড এবং সেনেগাল। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে সহজ এক গ্রুপ। ‘সি’ গ্রুপে তাদের খেলতে হবে ইংল্যান্ড, ইরান এবং নিউ ক্যালিডোনিয়ার বিপক্ষে।