মৌলভীবাজারের জুড়ীতে নাশকতা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। জুড়ী থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ ফরহাদ মিয়ার নেতৃত্বে এএসআই কামাল, এএসআই মোশাহিদ কামাল ও ফোর্সএর সহায়তায় আসামিদের গ্রেফতার করে
গ্রেফতারকৃত আসামিরা হলো, জুড়ী উপজেলার জাহাঙ্গীরাই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আসামি আব্দুল গনি (৩০) শিবির কর্মী) ও একই উপজেলার জায়ফরনগর এলাকার মৃত হাজী খোরশেদ আলীর ছেলে বিএনপি সদস্য মোঃ ফাতির আলী (৫৫) ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ ফরহাদ মিয়া জানান, আসামি আব্দুল গনি (৩০) কে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে ঐ দিনেই আদালতে প্রেরন করা হয় এবং ফাতির আলীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় পরে শুক্রবার আদালতে প্রেরন করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান , নাশকতা মামলার আসামি জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।