ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

৫ বছরে পোশাক শ্রমিকদের বেতন বাড়ল সাড়ে ৪ হাজার টাকা

  • অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : ১০:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

পাঁচ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন আরও সাড়ে ৪ হাজার টাকা বাড়াল সরকার। এর ফলে তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা আগামী ডিসেম্বর থেকে ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

এর আগে ২০১৮ সালে ন্যূনতম মজুরি ২৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় আট হাজার টাকা। তার আগে ২০১৩ সালে যা ছিল পাঁচ হাজার ৩০০ টাকা। অর্থাৎ তিন দফায় গত ১০ বছরে পোশাক শ্রমিকদের নূন্যতম বেতন বাড়ল ৭ হাজার ২০০ টাকা। ২০০৮ সালে পোশাক শ্রমিকদের মজুরি ছিল ৩ হাজার টাকা। গত ১৫ বছরে ৯ হাজার ৫০০ টাকা বেতন বেড়েছে তাদের।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আগামী ৫ বছরের জন্য তৈরি পোশাক কারখানার শ্রমিকদের নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এটা ঘোষণা করছি। ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। আট হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সঙ্গে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।

আপলোডকারীর তথ্য

চরফ্যাশনের এমপি জ্যাকব ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবিদের জামিন না মঞ্জুর

৫ বছরে পোশাক শ্রমিকদের বেতন বাড়ল সাড়ে ৪ হাজার টাকা

আপডেট টাইম : ১০:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

পাঁচ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন আরও সাড়ে ৪ হাজার টাকা বাড়াল সরকার। এর ফলে তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা আগামী ডিসেম্বর থেকে ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

এর আগে ২০১৮ সালে ন্যূনতম মজুরি ২৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় আট হাজার টাকা। তার আগে ২০১৩ সালে যা ছিল পাঁচ হাজার ৩০০ টাকা। অর্থাৎ তিন দফায় গত ১০ বছরে পোশাক শ্রমিকদের নূন্যতম বেতন বাড়ল ৭ হাজার ২০০ টাকা। ২০০৮ সালে পোশাক শ্রমিকদের মজুরি ছিল ৩ হাজার টাকা। গত ১৫ বছরে ৯ হাজার ৫০০ টাকা বেতন বেড়েছে তাদের।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আগামী ৫ বছরের জন্য তৈরি পোশাক কারখানার শ্রমিকদের নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এটা ঘোষণা করছি। ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। আট হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সঙ্গে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।