ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

শ্রমিক আন্দোলন নিয়ে যা বললেন ডিসি জসিম

  • অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে কালশী রোডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, সারা দেশে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে দুই একদিনের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা সড়কে নেমেছে। আমরা বলেছি তোমাদের শ্রম মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তর আছে, বিজিএমই একটি সিদ্ধান্ত নেবে। শ্রমিকরা এখন পুরোপুরি সিনেমা হলের সামনের রাস্তায় অবস্থান করছে। হয়ত তারা চলে যাবে। শ্রমিকদের শান্ত থাকতে বললেন শাজাহান খান। শ্রমিকদের মধ্যে কোনো নেতৃত্ব নেই জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, তাদের কেউ বলে তারা রাস্তায় বসবে, কেউ বলে ছুটি নেবে, কেউ বলে গার্মেন্টসের ভেতরে যাবে। মিরপুর ১২ নম্বরে গার্মেন্টসে স্থানীয় লোকজনের বসবাস বেশি। এখানেও তাদের গার্মেন্টস আছে। এই নিয়ে ভুল বুঝাবুঝি হয়ে হাতাহাতি হতে পারে। বিষয়টির তদন্তসাপেক্ষে জানা যাবে।

হতাহত বা আহত হয়েছে কি না- প্রশ্নের জবাবে বলেন, বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেছে কি না এ বিষয়ে জানা নেই। অবরোধের বিষয় উল্লেখ করে তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। অবরোধের নামে মিরপুরের মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শ্রমিক আন্দোলন নিয়ে যা বললেন ডিসি জসিম

আপডেট টাইম : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে কালশী রোডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, সারা দেশে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে দুই একদিনের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা সড়কে নেমেছে। আমরা বলেছি তোমাদের শ্রম মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তর আছে, বিজিএমই একটি সিদ্ধান্ত নেবে। শ্রমিকরা এখন পুরোপুরি সিনেমা হলের সামনের রাস্তায় অবস্থান করছে। হয়ত তারা চলে যাবে। শ্রমিকদের শান্ত থাকতে বললেন শাজাহান খান। শ্রমিকদের মধ্যে কোনো নেতৃত্ব নেই জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, তাদের কেউ বলে তারা রাস্তায় বসবে, কেউ বলে ছুটি নেবে, কেউ বলে গার্মেন্টসের ভেতরে যাবে। মিরপুর ১২ নম্বরে গার্মেন্টসে স্থানীয় লোকজনের বসবাস বেশি। এখানেও তাদের গার্মেন্টস আছে। এই নিয়ে ভুল বুঝাবুঝি হয়ে হাতাহাতি হতে পারে। বিষয়টির তদন্তসাপেক্ষে জানা যাবে।

হতাহত বা আহত হয়েছে কি না- প্রশ্নের জবাবে বলেন, বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেছে কি না এ বিষয়ে জানা নেই। অবরোধের বিষয় উল্লেখ করে তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। অবরোধের নামে মিরপুরের মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।