মৃত অবস্থায় পাওয়া গেলো মালায়লাম অভিনেত্রী রেঞ্জুশা মেননকে। সোমবার (৩০ অক্টোবর) ৩৫ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। অভিনেত্রীকে কেরালার তিরভানন্তপুরমের করিয়ামে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার আকস্মিক মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
কেরালার পুলিশ কর্মকর্তারা তার মৃত্যুর তদন্ত চালাচ্ছেন। জানা গেছে, অভিনেত্রী কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন।
মালায়লাম চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিয়ালে লাইন প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সিনেমায় পা রাখার আগে রেঞ্জুশা একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এটি একটি তারকা টিভি শো, যা তাকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন অভিনেত্রী।