বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামি শামীম খন্দকার, ইসমাঈল হোসেন স্বপণ মণ্ডল ও শেখ ফরিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (২৯ অক্টোবর) জামালপুরের আদালতে বাদী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস তাদের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সাংবাদিক নাদিম চলতি বছরের ১৪ জুন পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটিতে সন্ত্রাসী হামলার শিকার হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন মারা যান তিনি। ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামালায় অজ্ঞাতনামা আসামি ২০/২৫ জন। আসামিদের মধ্যে শামীম খন্দকার, ইসমাঈল হোসেন স্বপণ মণ্ডল ও শেখ ফরিদও আছেন।