বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে ৮০ জন বিএনপি- জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তারা নেতাকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের এডিসি মো. বদরুল হাসান বলেন, শনিবার সকাল থেকেই কঠোর তল্লাশি চলছে। কেউ যেন কোনো নাশকতা না করতে পারেন সেজন্য তল্লাশি করা হচ্ছে। যাদের সন্দেহভাজন মনে হয়েছে ও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদেরকেই আমরা আটক করেছি।
সদরঘাটে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় লালবাগ বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, রাজধানীর মানুষের নিরাপত্তার জন্য আমরা সকাল থেকেই সদরঘাটে অনেক পুলিশ সদস্যকে মোতায়ন করেছি। যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকেই তল্লাশি করা হচ্ছে।
গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি।