বিনোদন ডেস্ক :ভারতের পশ্চিমবঙ্গে বেশ জাঁকজমকভাবে দুর্গাপূজা উদযাপন শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ষষ্ঠী থেকেই পূজা বেশ জমে উঠেছে। প্রতিমা দেখতে বেরিয়ে পড়েছেন মানুষ। কানো পছন্দ শ্রীভূমি, কারও আবার বালিগঞ্জ কালচারালের পূজা বেশি ভালো লেগেছে। ষষ্ঠীর দিন প্রতিমা দেখতে বেরিয়েছেন নুসরাত জাহানও। তাও আবার নিজের কাছের মানুষ যশ দাশগুপ্তর সঙ্গে।
সারাবছর কাজের ব্যস্ততা থাকে। অভিনয়ের পাশাপাশি নুসরাতকে সংসদ সদস্য হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়। এবার আবার মুক্তি পেয়েছে যশের বলিউড সিনেমা। ‘ইয়ারিয়া ২’ সিনেমায় দিব্যা খোসলা কুমারের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিম বাংলার অভিনেতা। ফলে পূজার আগে তার প্রচারের ব্যস্ততা ছিল। তবে পূজা মানে সমস্ত ব্যস্ততা ভুলে যাওয়া, চুটিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া আর প্রতিমা দেখা। যশ-নুসরাতেরও সেলিব্রেশন শুরু হয়ে গেছে।
সিল্কের শাড়ি আর ব্রকেডের ব্লাউজ পরে সুন্দর করে সেজে প্রতিমা দেখতে বেরিয়েছিলেন নুসরাত। যশের পরনে ছিল ক্যাজুয়াল শার্ট আর প্যান্ট।
‘শারদীয়ার শুভেচ্ছা রইল সবার জন্য…পূজা ভালো কাটুক। শুভ মহা ষষ্ঠী’— ক্যাপশনে এ কথা লিখেই একাধিক ছবি আপলোড করেছেন তারকা যুগল।
গোটা একটা বছরের অপেক্ষার পর দুর্গার আগমণ হয়। এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকে বাঙালিরা। যশ-নুসরাতরাও ব্যতিক্রম নন। পূজার বিচারক হিসেবে বেরোতে হোক বা তারকা হিসেবে হাজিরা দিতে হোক, মণ্ডপে যখন ঢাক বেজে ওঠে তারকা যুগলের মনও উৎফুল্ল হয়ে ওঠে। এই ছবিগুলো যেন তারই প্রমাণ।