বিনোদন প্রতিবেদকঃ
সূচনা শেলী, রাজবাড়ী জেলার রাজারবাড়ি লক্ষীকোল গ্রামে জন্মগ্রহন করেন। বাবা বাউল সাধক আব্দুল জলিল সরদারের কাছেই ছোটবেলা থেকে গানের হাতেখড়ি। বাবার কাছে প্রথম ক্লাসিক্যাল দিয়ে শুরু তারপর নজরুল সংগীত, রবিন্দ্র সংগীত, ভাটিয়ালি ভাওয়াইয়া সব ধরনের গানেই সূচনা শেলীর দখল একই রকম।
প্ররবর্তিতে বাবার অনুপ্রেরনাতেই মহাজনি গান অর্থাৎ ভবা পাগলা, মনমহন দত্ত, হাওরে গোসাঁই, উকিল মুন্সি, মাতাল রাজ্জাক দেওয়ান, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, ফকির লালন সাঁইয়ের গানেই মনোনিবেশ করেন।
দেশের গন্ডি পেড়িয়ে সূচনা শেলীর গান বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে ব্যাপক জনকপ্রিয়তা পায়। শেলীর গানের সুর অন্তর্জাল জগত ও টেলিভিশন গুলোতে একটা সুবিশাল যায়গা করে নিয়েছে। সম্প্রতি সূচনা শেলীর “তালপাতার এক ঘর” শিরোনামে একটা মিউজিক ভিডিও রিলিজ করতে যাচ্ছে। ইউটিউব চ্যানেল দিব্যজ্ঞানির ব্যানারে গানটি শিগ্রই রিলিজ হতে যাচ্ছে বলে জানিয়েছেন সূচনা শেলী। বিগ বাজেটের এই মিউজিক ভিডিওটির নির্মান করেছেন চাতক প্রডাকশন হাউজ। গানটির কম্পোজিশন করেছেন লাবিব কামাল গৌরব।
গানটির চিত্রায়ন করা হয়েছে গাজিপুরের স্বরন বাড়ি নামের একটি বাড়িতে। শিল্পী মনে করেন এই সহজ সরল কথার এই গানটি মানুষের অন্তর ছুঁয়ে যাবে। এই গানটির চিত্রায়ন মানুষকে নষ্টালজিক করে দিবে। শাহিন রেজা বিশ্বাসের কথা ও প্রশান্ত পালের সুরে করা এই গানটি মানুষের মনে আলাদা একটা মুর্ছনা তৈরি করে দিবে।