হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলায় চোরকে বাচাতে নতুন কৌশল অবলম্বন করে পরিবারের সদস্যরা।জানাযায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া গ্রামের জয়নাল সিকদারের ঘরে গত ১০ ই জানুয়ারী গভীর রাতে সিধ কেটে র্দূধষ চুরি সংঘঠিত হয়।তখন চোরচক্রটি জয়নাল সিকদারের আলমারীতে রাখা ব্যাংক থেকে উঠানো নগদ ৩ লক্ষ ৮৩ হাজার টাকা নিয়ে যায়।এই ঘটনায় জয়নাল সিকদার জানায় আমার শ্যালককে বিদেশ পাঠানো জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করে রাখি।এই সংবাদ আমার ভাই শুক্রর সিকদার জেনে গভীর রাতে তার ছেলে মাসুমকে দিয়ে সিধ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় মাসুমকে চিনতে পারে।তখন তারা ঘটনাটি মাসুমের পরিবারকে জানালে তারা অস্কীকার করে।তখন জয়নাল সিকদার কোনো উপায়ন্ত না পেয়ে চুরির ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য সহ এলকার গন্যমান্য ব্যাক্তিদের কে জানালে তারা বিষয়টি নিয়ে মাসুম সিকদার ও তার বাবা শুকুর সিকদার সাথে আলাপ করলে চুরি করে টাকা নিয়ে যাওয়ার কথা স্কীকার করে।তখন জয়নাল সিকদার চুরির বিষয়টি হিজলা থানায় অবহিত করলে পুলিশ মাসুম কে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে প্রেরন করে।এ ঘটনাটি ধামাচাপা দিয়ে ভিন্ন খাতে প্রভাহিত করার জন্য একটি প্রভাবশালী মহল পায়তারা চালাচ্ছে।এ ঘটনায় হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়ার সাথে আলাপকালে তিনি বলেন চুরি ঘটনায় জয়নাল সিকদার মামলা না করলে আমি চুরি মামলায় মাসুমকে জেল হাজতে প্রেরন করি।