নুরে আলম হাওলাদার
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতিকের প্রার্থী আব্দুল আজিজ সরদার(৫৫) উপর হামলার ঘটনা ঘটেছে।
এঘটনায় রুবেল ও আলমগীর নামে ২ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্ব) সকাল ১১ টায় মোটরসাইকেল প্রতিকের প্রার্থী নাছির ফকির সমর্থকরা এই হামলা করেন। এতে তার বুকে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া মুলফৎগন্জ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত আব্দুল আজিজ সরদার ৫ম ধাপ নির্বাচনে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন চশমা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এদিকে হাসপাতালে ছুটে আসেন অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতিকের নাসির উদ্দিন ফকির। এসেই ফের উত্তেজিত হয়ে চশমা প্রতিকের উপর ক্ষেপে যায়। মূহুর্তেই হাসপাতাল চত্তর উত্তেজনায় পরিনত হয়। দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবং দুজনকে আটক করে।
প্রার্থীর সাথে তার মটর সাইকেল চালক সেলিম সিকদার জানান,আমি ও আমাদের চশমা প্রতিকের প্রার্থী আব্দুল আজিজ সরদার কে নিয়ে কদমতলা একটি জানাজা শেষ করে বাড়ি ফেরার পথে সকাল ১১ টার দিকে পণ্ডিতসার বাজারে আসলে মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেলের প্রার্থী নাছির ফকিরের সমর্থক ১০/১২ জন এসে আমাদের উপরে হামলা চালায় পরে এতে প্রার্থী আব্দুল আজিজ সরদার গুরতর আহত হয় পরে স্থানীয়দের সহযোগিতায় মুলফৎতগন্জ হাসপাতালে নিয়ে আসি।
চশমার প্রতিকের প্রার্থী আব্দুল আজিজ সরদার বলেন,আমি কদমতলা থেকে বাড়ি ফেরার পথে পন্ডিতসার বাজারে আসলে আমার মোটরসাকেল থামিয়ে নাছির ফকিরের সমর্থকরা আমরা উপরে হামলা করে।
অভিযুক্ত মোটরসাইকেল প্রতিকের প্রার্থী নাছির ফকির বলেন,আমি ও চশমার প্রতিকের প্রার্থী আব্দুল আজিজ সরদার কদমতলা একটি জানাজায় ছিলাম সে বাড়ি ফেরার পথে পন্ডিসার বাজারে আমার সমর্থক আলমগীর বেপারীর সাথে কথা কাটা কাটির এক পর্যায় ধাক্কা- ধাক্কি হয় তখন আজিজ সরদার পরে গিয়ে ব্যাথা পায় তার উপরে কোন হামলা করা হয় নাই।
এবিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর বলেন, ডিঙ্গামানিক ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীর উপর হামলা হয়েছে তাদের মৌখিক অভিযোগের উপর বিত্তি করে ২ জনকে আটক করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।