হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় র্দীঘ ১২ বছরের জমি সংক্রান্ত বিরোধ নিরসন করলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার।ঘটনাসূত্রে জানা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে কাউরিয়া বাজার সংলগ্ন হোসেন চৌকিদার ও মিলন সরদার গং পার্শ্ববতি দুই পরিবারের মধ্যে র্দীঘদিন এ বিরোধ চলে আসছে।জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবার একাধিক মামলা মোকাদ্দমায় জড়িয়ে পড়ে।এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান সাজাহান তালুকদার ও ইউপি সদস্য কাশেম বিন টেনু সহ দুইজন সার্ভেয়ার নিয়ে জমি পরিমাপ করে পিলার নিধারণ করে।তখন হিজলা থানার ওসি মোঃ ইউনুস মিয়া সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিরোধীয় র্পূন জমিতে উপস্তিত থেকে তদারকি করেন।
স্থানীয় বাসিন্দা রিপন ফকির জানায় ওসি ও চেয়ারম্যানের গুরুত্বর্পূন ভুমিকার কারনে দুই পরিবারের র্দীঘ বছরের দ্বন্ধ নিরসন হয়েছে।যা এলাকাবাসী চিরদিন মনে রাখবে।
এ বিষয়ে হোসেন চৌকিদার ও মিলন সরদার বলেন আমরা ওসি ও চেয়ারম্যান মহোদয়ের উপর সন্তুষ্ট।তারা আমাদের র্দীঘদিনের বিরোধ নিরসন করে দুই পরিবারের মাঝে মিল করে দিয়েছে।
গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার জানায় এ দুই পরিবার জমিজমা নিয়ে র্দীঘদিন মামলা মোকাদ্দমায় জড়িয়ে পড়ে।গত কয়েকদিন যাবৎ চেষ্ঠা করে তাদের বিরোধ নিরসন করতে পেরেছি।আমার ইউনিয়নের শান্তিসৃঙ্গলা বজায় রাখার চেষ্টা অব্যাহত রাখবো।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় শুধু জমি বিরোধ নয়,সকল প্রকার আইনশৃঙ্গলা রক্ষায় আমার চেষ্টা আছে।সাধারন মানুষের পাশে থেকে তাদের সেবা দিতে চাই।তিনি আরো বলেন এ দুই পরিবার মাঝে শান্তি ফিরে আসুক সেই কামনা করি।