ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

বরিশালের বিখ্যাত সুপারীর বাজার এখন হিজলা উপজেলায়।

হিজলা প্রতিনিধি

 

বরিশালের হিজলা উপজেলায় গড়ে উঠছে বিখ্যাত সুপারীর বাজার।এটি অবস্থান উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে।প্রতি সপ্তাহে শনিবার ও বুধবারে কাউরিয়া বাজারে সুপারী কেনাবেচা হয়ে থাকে। এই বাজারে হিজলা,মুলাদী,মেহেন্দীগঞ্জ,কাজিরহাট থানার থেকে হাজার হাজার বিক্রেতা তাদের উৎপাদিত সুপারী নিয়ে আসে বাজারে বিক্রির জন্য। এছাড়াও উপজেলার টেকের বাজার,খুন্না বাজার,হরিনাথপুর বাজার মৌলভীরহাট,বান্দের হাট সহ বিভিন্ন বাজার থেকে ছোট পাইকার খুচরা ক্রয় করে এ বাজারে নিয়ে আসে বিক্রির জন্য।

এসব বাজারে সাধারনত প্রতি এক বি-২৮০ পিচ হিসাব করে সুপারী বিক্রি করে থাকে।বিক্রেতারা বলেন ২৮০ পিচ সুপারী দাম ৩৫০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয় বলে জানান।

হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ও কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের সবচেয়ে বেশি সুপারী উৎপাদন হয় বলে জানান বাজারে আসা ওই সমস্ত বাগান মালিকরা।

বাজারে সুপারী বিক্রি করতে আসা জাকির হোসেন জানায় বশিালের সবচেয়ে বৃহতম বড় সুপারীর বাজার এটি।এই বাজারে অনন্য বাজারের তুলনায় ক্রেতা বেশি ও সুপারীর দামও বেশি পাওয়া যায়।

আড়তদার হেলাল হাওলাদার বলেন এ বছর অনন্য বছরের চাইতে সুপারীর ফলন বেশি হয়েছে।আমরা ক্রেতা থেকে সুপারী ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকি।তিনি বলেন আমাদের সুপারী গুলো সিলেট যশোর,নোয়াখালী অঞ্চলে প্রচুর চাহিদা থাকে।আমরা অনেক সময় দাম চাহিদামত না থাকলে মজুদ করে শুকিয়ে বিক্রি করি।

সুপারী বাজারের পুরাতন ব্যবসায়ী মাহাতাপ কাজি বলেন বরিশাল জেলার সবচেয়ে বৃহতম সুপারীর বাজার এটি।এই বাজার প্রতি হাটে প্রায় ৩ কোটি টাকার মত সুপারী কেনা বেচা হয়ে থাকে।

কাউরিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক অশোক কুমার চ্যাটাজী বলেন মৌসুমী ফলন সুপারী বাজারকে কেন্দ্র করে প্রায় ৩ শতাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।বাজারে ক্রেতা বিক্রেতা যাতে অবাধে তাদের পন্য ক্রয় বিক্রয় করতে পারে তার জন্য পর্যাপ্ত সুব্যবস্থা করা হয়েছে।

গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি শাহজাহান তালকদার বলেন কাউরিয়া বাজারটি উপজেলার সবচেয়ে পুরাতন বাজার।এখানে দুরদুরান্তের লোকজন নিবির্গ্নে তাদের সুপারী ক্রয় বিক্রয় করতে পারে তার জন্য সবার্ধিক চেষ্টা করে থাকি।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বরিশালের বিখ্যাত সুপারীর বাজার এখন হিজলা উপজেলায়।

আপডেট টাইম : ০১:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১

হিজলা প্রতিনিধি

 

বরিশালের হিজলা উপজেলায় গড়ে উঠছে বিখ্যাত সুপারীর বাজার।এটি অবস্থান উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে।প্রতি সপ্তাহে শনিবার ও বুধবারে কাউরিয়া বাজারে সুপারী কেনাবেচা হয়ে থাকে। এই বাজারে হিজলা,মুলাদী,মেহেন্দীগঞ্জ,কাজিরহাট থানার থেকে হাজার হাজার বিক্রেতা তাদের উৎপাদিত সুপারী নিয়ে আসে বাজারে বিক্রির জন্য। এছাড়াও উপজেলার টেকের বাজার,খুন্না বাজার,হরিনাথপুর বাজার মৌলভীরহাট,বান্দের হাট সহ বিভিন্ন বাজার থেকে ছোট পাইকার খুচরা ক্রয় করে এ বাজারে নিয়ে আসে বিক্রির জন্য।

এসব বাজারে সাধারনত প্রতি এক বি-২৮০ পিচ হিসাব করে সুপারী বিক্রি করে থাকে।বিক্রেতারা বলেন ২৮০ পিচ সুপারী দাম ৩৫০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয় বলে জানান।

হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ও কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের সবচেয়ে বেশি সুপারী উৎপাদন হয় বলে জানান বাজারে আসা ওই সমস্ত বাগান মালিকরা।

বাজারে সুপারী বিক্রি করতে আসা জাকির হোসেন জানায় বশিালের সবচেয়ে বৃহতম বড় সুপারীর বাজার এটি।এই বাজারে অনন্য বাজারের তুলনায় ক্রেতা বেশি ও সুপারীর দামও বেশি পাওয়া যায়।

আড়তদার হেলাল হাওলাদার বলেন এ বছর অনন্য বছরের চাইতে সুপারীর ফলন বেশি হয়েছে।আমরা ক্রেতা থেকে সুপারী ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকি।তিনি বলেন আমাদের সুপারী গুলো সিলেট যশোর,নোয়াখালী অঞ্চলে প্রচুর চাহিদা থাকে।আমরা অনেক সময় দাম চাহিদামত না থাকলে মজুদ করে শুকিয়ে বিক্রি করি।

সুপারী বাজারের পুরাতন ব্যবসায়ী মাহাতাপ কাজি বলেন বরিশাল জেলার সবচেয়ে বৃহতম সুপারীর বাজার এটি।এই বাজার প্রতি হাটে প্রায় ৩ কোটি টাকার মত সুপারী কেনা বেচা হয়ে থাকে।

কাউরিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক অশোক কুমার চ্যাটাজী বলেন মৌসুমী ফলন সুপারী বাজারকে কেন্দ্র করে প্রায় ৩ শতাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।বাজারে ক্রেতা বিক্রেতা যাতে অবাধে তাদের পন্য ক্রয় বিক্রয় করতে পারে তার জন্য পর্যাপ্ত সুব্যবস্থা করা হয়েছে।

গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি শাহজাহান তালকদার বলেন কাউরিয়া বাজারটি উপজেলার সবচেয়ে পুরাতন বাজার।এখানে দুরদুরান্তের লোকজন নিবির্গ্নে তাদের সুপারী ক্রয় বিক্রয় করতে পারে তার জন্য সবার্ধিক চেষ্টা করে থাকি।