নুরে আলম হাওলাদার
শরীয়তপুর জেলার ডামুড্যায় মনির হোসেন (৩০) নামের এক ব্যাক্তির লাশ ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা চরভয়রা গ্রামের জোরা খাল থেকে উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় লাশটি খালে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
মনির হোসেন গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের মৃত আলাউদ্দিন চৌকিদারের ছেলে। তার বাবা-মা আগেই মারা গেছেন। কোন সংসার না থাকায় মামা মৃত নান্নু বেপারী বাড়িতে থাকতেন এবং ডামুড্যা বাজারের বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মনির ডামুড্যা বাজারের বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে কাজ করতেন। শারীরিক ভাবে মৃর্কিবায় রোগী ছিলো। আজ সকালে মমতাজ বেগম নামে একজন গাছের ঢালা আনতে গিয়ে খালের ভিতরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, আমরা সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।