মোঃ মিজানুর রহমান খান, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলায় মটর সাইকেল চাপায় ওমর ফারক (০৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিশু উপজেলার বাঁশগাড়ী এলাকার কানুরগাও গ্রামের জাকির তালুকদারের ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খাসেরহাট শেখ লুৎফর রহমান সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মটর সাইকেল চালক উপজেলার সিডিখান এলাকার ইরান বেপারীকে(১৮) আটক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, শিশু ওমর ফারুক বিকালে তার বাড়ির লোকজনের সঙ্গে খাসেরহাট শেখ লুৎফর রহমান সেতুর উপরে ঘুরতে যায়। এসময় পেছন থেকে বেপরোয়া গতিতে চালিয়ে ইরান বেপারী মটর সাইকেল দিয়ে ওমরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। পরে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ইরানকে আটক করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, নিহত শিশু ওমরের লাশ উদ্ধার করা হয়েছে। আর ঘাতক চালক ইরানকে আটক করে থানায় আসা হয়েছে।