নাহিদা আক্তার পপি, বিশেষ প্রতিনিধি ক্রাইম
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ি সাবিনা আক্তার (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলামের দিক নির্দেশণায় জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের জোড়ালো অভিযানের অংশ হিসেবে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নির্দেশে গতকাল ৩১ আগস্ট মঙ্গলবার সন্ধায় এসআই মো.জিয়ারুল হক এর নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামাণিকসহ সঙ্গীয় ফোর্স উপজেলার দুবলাগাড়ী জুনদহ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের উপর চলন্ত যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করেন। যাত্রীবাহী বাস তুহিন ইন্টারপ্রাইজ তল্লাশি করে একটি ট্রাভেলস ব্যাগ হতে একটি পোটলায় উক্ত পরিমাণ গাঁজা উদ্ধারসহ নারী মাদক ব্যবসায়ি সাবিনাকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলার কাহালু উপজেলার হারলাতা দুর্গাপুর গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে সাবিনা গাইবান্ধার সাঘাটা উপজেলার কামারপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী বলে জানা যায়।
এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।