নুরে আলম হাওলাদার, শরীয়তপুর
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: রব খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘড়িসার বাজারের পশ্চিম পাশে নড়িয়া-ঘড়িসার সড়কে ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাহাঙ্গীর খানসহ ঘড়িষার ইউনিয়নের অনেকেই বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ষড়যন্ত্রমূলক কিছু কুচক্রীমহল উদ্দেশ্য প্রণোদিতভাবে চেয়ারম্যান আ: রব খানের বিরুদ্ধে
মিথ্যাচার প্রচার করছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে ঘড়িসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ: রব খান বলেন, আমাকে নিয়ে ফেসবুকে যা প্রচার হচ্ছে তা খুবই দুঃখজনক, যা আমাকে খুবই কস্ট দিয়েছে। ইতোমধ্যে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন বা সত্যতা জানতে চেয়েছেন। আমি মনে করি, ফেসবুকে যে লেখাগুলো লিখেছে অবশ্যই সত্যতা জানা উচিত ছিল এবং জেনে লেখা দরকার ছিল। বিভ্রান্তিকর প্রচার করা কোন মতে ঠিক হয়নি। আমার দ্বারা কাউকে মারধর করার বিষয়ে প্রকাশিত হওয়া আমার জন্য খুবই দুঃখজনক।
তিনি বলেন, যে মহিলা আহত হয়েছেন বা যাকে মারধরের অভিযোগ, আমাকে করা হয়েছে উনি পরিষদে আসেন ত্রাণ নেওয়ার জন্য। তখন লোকজনের চাপ ছিলো, সে সময় উনি দাঁড়নো অবস্থা থেকে পড়ে যান, তাৎক্ষণিক চৌকিদারসহ আমি উনাকে উঠিয়ে চেয়ারে বসাই। উনি ব্যাথা পান। পড়ে ঘড়িষার হসপিটালে ডাক্তার কাছে পাঠানো হয়। আমি পরে ওনাকে দেখতে রাতে তার বাসায় যাই। এসময় সাথে ছিলেন সাবেক মেম্বার, বর্তমান মেম্বার, ওয়ার্ড চৌকিদারসহ বাড়ির লোকজন। তার সার্বিক খোঁজ-খবর নেওয়ার পর জানতে পারি যে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া দরকার। চলমান লকডাউনের কারণে ঢাকা যাওয়ার জন্য যাতায়াতের কোন ব্যবস্থা না থাকায় সে সময় উনার জন্য অ্যাম্বুলেন্স ঠিক করে দেই। তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। এখন আমাকে নিয়ে যে প্রচার করা হচ্ছে তা যাচাই বাচাই করে প্রচার করা হলে আমার কোন দুঃখ থাকতো না।