নুরে আলম হাওলাদার, শরীয়তপুর
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়ন মেহেদীর রং না শুকাতেই বিয়ের তিনদিন পরে বিষপান করে লামিয়া নামের এক তরুনী আত্মহত্যা করেছেন। মৃত্যু ঐ তরুনীর চলতি মাসের তিন দিন আগে ২৬ জুলাই বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার ভোরে ধানকাটি ইউনিয় ১ নং ওয়ার্ডের নিজ বাড়ির ছাদে বিষ পান করেন লামিয়া।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের চরপাতালিয়া গ্রামের আবু কালাম সরদারের মেয়ে লামিয়া বেগম (১৮) চলতি মাসের ২৬ জুলাই সোমবার একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোল্লা কান্দি গ্রামের মৃত্যু নুর মোহাম্মাদ বেপারীর দুবাই প্রবাসী জহিরুল ইসলাম (২৮) নামে এক যুবকের সাথে বিয়ে হয়। বিয়ের মেহেদীর রং হাতে থাকাবস্থায়ই বৃহস্পতিবার (২৯ জুলাই) সে নিজ বাড়ির ছাদে গিয়ে বিষ পান করেন।
পরে বিষয়টি পরিবারের লোকজন বুজতে পেরে তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। নতুন বিয়ের পরে কেন সে বিষপান করে আত্মহত্যা করলো তা কেউই বলতে পারছেন না।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ জানান, মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।