আতিকুল ইসলাম পরান, গাজিপুর(ঢাকা)
শ্রীপুরে লকডাউনে নিষেদ অবজ্ঞা করে খুলে রাখা হয়েছে ফ্যাক্টরি।গাজীপুর জেলার শ্রীপুরে লকডাউনের মধ্যে নিষেধ না মেনে ফ্যাক্টরি খুলে রাখা হয়েছে।সরকার কড়াকড়িভাবে লকডাউন ঘোষণা করেছে এবং এইবারের এই লকডাউনে নিষেধাজ্ঞায় একটি বিষয় বলা হয়েছে যা অন্যান্য লকডাউনে ছিল না আর সেটা হচ্ছে এবারে করোনা ভাইরাস সংক্রমণ রোধের জন্য মিলস ফ্যাক্টরিগুলো বন্ধ থাকবে শুধুমাত্র জরুরি প্রয়োজনেই কেবলমাত্র বাহিরে চলাফেরা করতে পারবে।কিন্তু শ্রীপুর উপজেলা সংলগ্ন কাওরাইদের কাশিমপুর বাজারে একটি ফ্যাক্টরি খুলে রাখা হয়েছে।এই ফ্যাক্টরির নাম ক্রেফটনম্যান ফুটওয়ার এন্ড এক্সেসরিস এল.টি.ডি।লকডাউনের নিষেধ অবজ্ঞা করে ফ্যাক্টরি খুলে রাখার ব্যাপারে কতৃপক্ষের সঙ্গে দেখা করে তথ্য জানতে চাইলে দেখা মেলেনি কতৃপক্ষের। সেখানের একজন সিকিউরিটি অফিসার হালিম নামের একজন জানায় যে আমাদের ফ্যাক্টরি ডিসি সাহেবের অনুমতি সাপেক্ষে খুলে রাখা হয়েছে। তখন অনুমতিপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারে নি তাদের প্রতিষ্ঠানের পক্ষে কোন প্রকার অনুমতিপত্র।