মনির হোসেন , বাকেরগঞ্জ(বরিশাল)
দৈনিক সবুজ বাংলা পত্রিকার মফস্বল সম্পাদক সংবাদিক এমএ সবুর ঢাকা মহানগর প্রেস ক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হলেন। তিনি শুধু একজন সাংবাদিক নয়, একজন সফল ব্যবসায়ী বটে। ক্লিন হার্ড গ্রুপ কোম্পানির তিনি এমডি। তার বাবা ছিলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়”র একজন আদর্শবান শিক্ষক। তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তান ও সহধর্মিণী সহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে ২০২০ সালে ইন্তেকাল করেন, তাঁর সহধর্মিণীও চলতি বছরে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন) এমএ সবুর”র নিজের প্রচেষ্টায় তিল তিল করে গড়ে তোলা ক্লিন হার্ট গ্রুপ কোম্পানিটি আজ সাফল্যের দারপ্রান্তে নিতে সক্ষম হয়েছেন। এমএ সবুর একজন আদর্শ, সৎ, ন্যায়বান, বুদ্ধিমান এবং সাহসী লোক। তার গ্রামের বাড়ি বরিশাল জেলা, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে চামটা নতুন বাজার এলাকায়। এমএ সবুর ১/২/১৯৮৪ ইং সালে তার গ্রামের বাড়ি জন্মগ্রহণ করেন।