ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজাপুরে জমে উঠেছে গরুর হাটের বাজার 

জাকির সিকদার, রাজাপুর
ঝালকাঠির রাজাপুরে ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির জন্য ক্রয়ের গরুর হাট-বাজার।
সম্প্রতি রাজাপুরে প্রধান হাট বাঘরীতে সাপ্তাহিক বৃহস্পতিবার ও রবিবার।
আজ ১৫ জুলাই বৃহস্পতিবার জমে উঠেছে করোনার লকডাইনের শেষ সময়েই হাট মিলিয়ে কেনাকাটা তেমন হযনী।
ক্রেতা কম দেশীয় গরু বেশি দেশের গেছে।
অপরদিকে পুটিয়াখালীর জাহিদ সবেক চেয়ারম্যান অভিযোগ করেন হাটের কেন্দ্র করে।
তিনি বলেন,
ঈদুল আজহার অস্থায়ী গরুর বাজার নিয়ে ষড়যন্ত্র প্রসঙ্গে
ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয় রাজাপুর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি নিজামিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নিজামিয়া বাজার অতি পুরাতন ‌বাজারটি খোলামেলা ও পাকা এ বাজারের বয়স ১০০বছরের উপরে  দীর্ঘ ৩০বছর যাবত  পবিত্র ঈদুল আজহার পুরবে পশু  কেনাবেচার অস্থায়ী হাট বসে । বাজার সংলগ্ন সু বিশাল মাঠ রয়েছে . করোনার এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে বাজার বসানো সম্ভব .চারিদিকে খোলামেলা যায়গা  কিন্তু দুঃখের বিষয় সোনাযায় যে  । বড়ইয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি মরহুম আব্দুল হামিদ মিয়ার বাড়ির সামনে সরকারি রাস্তার উপরে গরুর হাট বসানোর পাঁয়তারা করছে ।যেটা হবে সম্পুর্ন অনৈতিক।  নিজামিয়া বাজারে গরুর হাট বসলে ইউনিয়নের সকল মানুষের উপকার হবে। গুরুত্বপূর্ণ কথা হলো আওয়ামীলীগের শাসনামলে বিএনপির সাবেক সভাপতির বাড়ির সামনে গরুর হাট দেওয়া সঠিক সিদ্ধান্ত হবেনা মনে করছি।
Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

রাজাপুরে জমে উঠেছে গরুর হাটের বাজার 

আপডেট টাইম : ১২:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
জাকির সিকদার, রাজাপুর
ঝালকাঠির রাজাপুরে ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির জন্য ক্রয়ের গরুর হাট-বাজার।
সম্প্রতি রাজাপুরে প্রধান হাট বাঘরীতে সাপ্তাহিক বৃহস্পতিবার ও রবিবার।
আজ ১৫ জুলাই বৃহস্পতিবার জমে উঠেছে করোনার লকডাইনের শেষ সময়েই হাট মিলিয়ে কেনাকাটা তেমন হযনী।
ক্রেতা কম দেশীয় গরু বেশি দেশের গেছে।
অপরদিকে পুটিয়াখালীর জাহিদ সবেক চেয়ারম্যান অভিযোগ করেন হাটের কেন্দ্র করে।
তিনি বলেন,
ঈদুল আজহার অস্থায়ী গরুর বাজার নিয়ে ষড়যন্ত্র প্রসঙ্গে
ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয় রাজাপুর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি নিজামিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নিজামিয়া বাজার অতি পুরাতন ‌বাজারটি খোলামেলা ও পাকা এ বাজারের বয়স ১০০বছরের উপরে  দীর্ঘ ৩০বছর যাবত  পবিত্র ঈদুল আজহার পুরবে পশু  কেনাবেচার অস্থায়ী হাট বসে । বাজার সংলগ্ন সু বিশাল মাঠ রয়েছে . করোনার এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে বাজার বসানো সম্ভব .চারিদিকে খোলামেলা যায়গা  কিন্তু দুঃখের বিষয় সোনাযায় যে  । বড়ইয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি মরহুম আব্দুল হামিদ মিয়ার বাড়ির সামনে সরকারি রাস্তার উপরে গরুর হাট বসানোর পাঁয়তারা করছে ।যেটা হবে সম্পুর্ন অনৈতিক।  নিজামিয়া বাজারে গরুর হাট বসলে ইউনিয়নের সকল মানুষের উপকার হবে। গুরুত্বপূর্ণ কথা হলো আওয়ামীলীগের শাসনামলে বিএনপির সাবেক সভাপতির বাড়ির সামনে গরুর হাট দেওয়া সঠিক সিদ্ধান্ত হবেনা মনে করছি।