ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

লকডাউনে অসহায় দুস্থ মানুষের ভরসা সৃষ্টির সেবা (হাফেজ্জী হুজুর র.) সংস্থা

নিজস্ব প্রতিবেদন

 

লকডাউনে হাজারো মানুষের বেঁচে থাকার অবলম্বন সৃষ্টির সেবা সংস্থা । গত বছর ১৭ মার্চ শুরু হওয়া মহামারী কোভিড-১৯ এর ফলে দয়ায় দফায় লকডাউনে অসহায় দুস্থ মানুষদের জীবনে  নেমে আসে ক্ষুধা,দারিদ্র্য আর অসহায়ত্ব। লক্ষ লক্ষ মানুষ পড়ে যান খাদ্য সংকটে। শুরু থেকে এ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে দরিদ্র মানুষেকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছে সৃষ্টির সেবা সংস্থা। সংস্থার সহ সভাপতি নওমুসলিম মুহাম্মাদ রাজ  জানান, প্রতিটি লকডাউনের সময়  আমরা অসহায় ও ভাসমান মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছি রান্না করা খাবার। ঢাকা সহ দেশের বিভিন্ন পয়েন্টে দিনে সর্বনিম্ন তিনশো থেকে ১২০০ মানুষকে রান্না করা খাবার পৌছে দিয়েছি। এছাড়া রমজানে ইফতারি, ঈদে ঈদ সামগ্রী এবং তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী,ইফতারিও ঈদ সামগ্রী দেয়া হয়েছে আলাদা ভাবে। অসহায় আলেম পরিবার,মধ্যবিত্ত পরিবার যারা কারো কাছে হাত পাততে পারেনা এমন হাজারো পরিবার খুঁজে খুঁজে করে দেয়া হয়েছে সপ্তাহ বা মাসের পূর্ণ বাজার। সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আমীরুল ইসলাম বলেন, সংস্থাটির  অন্যান্য প্রজেক্টের মধ্যে রয়েছে বন্যার্তদের মাঝে খাদ্য ও অষুধ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প,মসজিদ মাদরাসা নির্মান,গভীর নলকূপ স্থাপন,হিজড়াদের শিক্ষাদান,অসহায় রোগীদের চিকিৎসা,গৃহ নির্মান, আইনী সহায়তা প্রদান সহ অন্যান্য। সভাপতি আবু ইউসুফ ফরহাদ  জানান , এবছরের কুরবানী উপলক্ষ্যে তাদের ভিন্নধর্মী আয়োজন রয়েছে। সারা দেশে অসহায় মানুষের মুখে হাসি ফুটানো জন্য পঞ্চাশটি  গরু ও একশ ছাগল কুরবানীর ব্যবস্থা করা হয়েছে। তিনি দেশের সকল বিত্তবানদের এ মহতি কাজে অংশগ্রহনের জন্য আহবান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

লকডাউনে অসহায় দুস্থ মানুষের ভরসা সৃষ্টির সেবা (হাফেজ্জী হুজুর র.) সংস্থা

আপডেট টাইম : ১২:০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদন

 

লকডাউনে হাজারো মানুষের বেঁচে থাকার অবলম্বন সৃষ্টির সেবা সংস্থা । গত বছর ১৭ মার্চ শুরু হওয়া মহামারী কোভিড-১৯ এর ফলে দয়ায় দফায় লকডাউনে অসহায় দুস্থ মানুষদের জীবনে  নেমে আসে ক্ষুধা,দারিদ্র্য আর অসহায়ত্ব। লক্ষ লক্ষ মানুষ পড়ে যান খাদ্য সংকটে। শুরু থেকে এ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে দরিদ্র মানুষেকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছে সৃষ্টির সেবা সংস্থা। সংস্থার সহ সভাপতি নওমুসলিম মুহাম্মাদ রাজ  জানান, প্রতিটি লকডাউনের সময়  আমরা অসহায় ও ভাসমান মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছি রান্না করা খাবার। ঢাকা সহ দেশের বিভিন্ন পয়েন্টে দিনে সর্বনিম্ন তিনশো থেকে ১২০০ মানুষকে রান্না করা খাবার পৌছে দিয়েছি। এছাড়া রমজানে ইফতারি, ঈদে ঈদ সামগ্রী এবং তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী,ইফতারিও ঈদ সামগ্রী দেয়া হয়েছে আলাদা ভাবে। অসহায় আলেম পরিবার,মধ্যবিত্ত পরিবার যারা কারো কাছে হাত পাততে পারেনা এমন হাজারো পরিবার খুঁজে খুঁজে করে দেয়া হয়েছে সপ্তাহ বা মাসের পূর্ণ বাজার। সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আমীরুল ইসলাম বলেন, সংস্থাটির  অন্যান্য প্রজেক্টের মধ্যে রয়েছে বন্যার্তদের মাঝে খাদ্য ও অষুধ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প,মসজিদ মাদরাসা নির্মান,গভীর নলকূপ স্থাপন,হিজড়াদের শিক্ষাদান,অসহায় রোগীদের চিকিৎসা,গৃহ নির্মান, আইনী সহায়তা প্রদান সহ অন্যান্য। সভাপতি আবু ইউসুফ ফরহাদ  জানান , এবছরের কুরবানী উপলক্ষ্যে তাদের ভিন্নধর্মী আয়োজন রয়েছে। সারা দেশে অসহায় মানুষের মুখে হাসি ফুটানো জন্য পঞ্চাশটি  গরু ও একশ ছাগল কুরবানীর ব্যবস্থা করা হয়েছে। তিনি দেশের সকল বিত্তবানদের এ মহতি কাজে অংশগ্রহনের জন্য আহবান জানিয়েছেন।