মনির হোসেন, বাকেরগঞ্জ(বরিশাল)
বরিশালের বাকেরগঞ্জে চিরকুট লিখে রেখে কারিমুল আলম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে বাকেরগঞ্জ থানার সামনে মিনিস্টার শোরুমের ভেতর থেকে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে।
আত্মহত্যার আগে ওই যুবক একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা রয়েছে, ‘আমার আবেগের দাম কেউ দিল না। এত কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমাকে মাফ করে দিয়েন সাজ্জাদ ভাই (শো-রুম ম্যানেজার)। মৃত্যুর পরে লাশটি আমার পরিবার থেকে দাবি করা হলেও তাদের দিয়েন না। আমার লাশ মেডিকেলে দান করে গেলাম।’
কারিমুল আলমের বাড়ি বরিশাল নগরীর ভাটিখানা এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে মিনিস্টার শোরুমের ম্যানেজার সাজ্জাদ জানান, গত দুই মাস আগে কারিমুল তাদের এখানে সেলসম্যান হিসেবে কাজ শুরু করে। সোমবার সকালে তিনি শোরুমে এসে দেখেন ভেতর থেকে সাটার বন্ধ। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, কারিমুল শোরুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শোরুমের ভেতরে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে।