হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়ন এর বিরাজলা গ্রামের মোঃ সোহেল (১৭), পিতা: মোঃ মজিবুর রহমান, মাতা: মোসাঃ বিউটি বেগম এবং একই গ্রামের পাশাপাশি বাড়ির মোসাঃ নাসরিন আক্তার (১৩), পিতা: মোঃ হাবিব হাওলাদার।
গত ৪ঠা জুন (শুক্রবার) রাতে কাউকে কিছু না জানিয়ে তাদের বাড়ির পাশে একটা ছাড়াবাড়ির রেইনট্রি গাছে একই রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে । উভয় পক্ষের অভিবাবক তাদের প্রেমের বিষয়টা স্বীকার করলেও কি কারনে সোহেল ও নাসরিন আত্মহত্যা করেছে তা তারা জানেননা বলে গণমাধ্যমকে জানান।
এব্যপারে ঘটনাস্থলে গেলে দেখামেলে, নাসরিন হাজীখালী মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী এবং সোহেল এস.এস.সি পাশ করেছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিলো। তাদের সম্পর্কের বিষয়টা জানাজানি হলে তাদের উভয়পক্ষের অভিবাবক সম্পর্ক মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছে বলে জানাযায় । ঘটনাস্থলে চিপছের প্যাকেট ও কোল্ড ড্রিংকসের বোতল পাওয়া গিয়েছে। মেয়ের বাবা জানান, গত ৫ জুন (শনিবার) সকালে মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোজাখুজির পর তাদের বাড়ির পাশে অন্য এক ছাড়াবাড়িতে একটা রেইনট্রি গাছের সাথে একই রশিতে সোহেল ও নাসরিনকে ঝুলে থাকতে দেখেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পটুয়াখালী সদর থানার পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।