ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

হিজলায় গলদা রেনুর ২৭ ড্রাম পোনা জব

হিজলা প্রতিনিধিঃ(বরিশাল বিভাগ)

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীর পার থেকে ২৭ ড্রাম গলদা রেনু পোনা জব্দ করে হিজলা থানা কোষ্টগাড জোন।

গত বৃহস্পতিবার রাত অনুমানিক ১১.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এ গলদা চিংড়ির রেনু পোনা সহ একটি ট্রলার আটক করে।তবে কোনো মাঝি কিংবা পাচারকারী আটক হয়নি।এ বিষয়ে হিজলা থানা জোনের সি সি মাহাবুব আলম জানায় আমি গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি।সেখান থেকে প্রায় ২৭ টি ড্রামে ১৩ লক্ষ 50 হাজার গলদা চিংড়ির রেনু পোনা আটক করি।যা আনুমানিক মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা।শুক্রবার বেলা ১১.৩০ টার সময় রেনু পোনা গুলো বরজালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।এ ব্যাপারে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কমকতা আবদুল হালিম বলেন আমাকে রেনু পোনার উদ্ধারের বিষয়টি জানায়।আমি উপজেলা নিবাহী কমকতা বকুল চন্দ্র কবিরাজ এর নিকট জানালে তিনি মেঘনা নদীতে অবমুক্ত করার নিদেশ দেন।হিজলা উপজেলায় দীঘদিন ধরে চলছে এ অবৈধ রেনু পোনার ব্যবসা।এছাড়াও হিজলা উপজেলার মেঘনা নদী পাশ্ববতি উপজেলার রেনু পাচারের পথ হিসাবে ব্যবহার হচ্ছে।কোটি কোটি টাকার রেনু পোনা পাচার হলে প্রশাসন ও মৎস্য দপ্তর আছে নিরব ভুমিকায়।হিজলা উপজেলার সাংবাদিকরা একাধিক বার মাসিক আইনশৃঙ্গলা সভায় অবহিত করে। এ নিয়ে প্রশাসনের নেই কোনো কাযকর উদ্যেগ।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

হিজলায় গলদা রেনুর ২৭ ড্রাম পোনা জব

আপডেট টাইম : ০২:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

হিজলা প্রতিনিধিঃ(বরিশাল বিভাগ)

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীর পার থেকে ২৭ ড্রাম গলদা রেনু পোনা জব্দ করে হিজলা থানা কোষ্টগাড জোন।

গত বৃহস্পতিবার রাত অনুমানিক ১১.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এ গলদা চিংড়ির রেনু পোনা সহ একটি ট্রলার আটক করে।তবে কোনো মাঝি কিংবা পাচারকারী আটক হয়নি।এ বিষয়ে হিজলা থানা জোনের সি সি মাহাবুব আলম জানায় আমি গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি।সেখান থেকে প্রায় ২৭ টি ড্রামে ১৩ লক্ষ 50 হাজার গলদা চিংড়ির রেনু পোনা আটক করি।যা আনুমানিক মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা।শুক্রবার বেলা ১১.৩০ টার সময় রেনু পোনা গুলো বরজালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।এ ব্যাপারে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কমকতা আবদুল হালিম বলেন আমাকে রেনু পোনার উদ্ধারের বিষয়টি জানায়।আমি উপজেলা নিবাহী কমকতা বকুল চন্দ্র কবিরাজ এর নিকট জানালে তিনি মেঘনা নদীতে অবমুক্ত করার নিদেশ দেন।হিজলা উপজেলায় দীঘদিন ধরে চলছে এ অবৈধ রেনু পোনার ব্যবসা।এছাড়াও হিজলা উপজেলার মেঘনা নদী পাশ্ববতি উপজেলার রেনু পাচারের পথ হিসাবে ব্যবহার হচ্ছে।কোটি কোটি টাকার রেনু পোনা পাচার হলে প্রশাসন ও মৎস্য দপ্তর আছে নিরব ভুমিকায়।হিজলা উপজেলার সাংবাদিকরা একাধিক বার মাসিক আইনশৃঙ্গলা সভায় অবহিত করে। এ নিয়ে প্রশাসনের নেই কোনো কাযকর উদ্যেগ।