মোঃরিফাত ইসলাম ফরিদপুর থেকেঃ
ফরিদপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজানে ধারাবাহিকভাবে ইফতার বিতরণ করে আসছেন নেতাকর্মীবৃন্দ। মঙ্গলবার (২০ এপ্রিল) ফরিদপুর পৌরসভার ২৩, ২৪নং ওয়ার্ডের টেপাখোলা বাজারে দুস্থ ও দরিদ্র পথচারীদের হাতে ইফতারির প্যাকেট তুলে নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনির, পৌরসভার ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল হোসেন, শহর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নূরুল আমিন বাপ্পি, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ সরকার বাবু, রাজিব উজ্জামান রাজিব প্রমুখ।
মনিরুজ্জামান মনির বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের দিক নির্দেশনা অনুযায়ী রমজানে প্রতিদিনই অসহায় ও দুস্থ্যদের মাঝে আমাদের এ ইফতার বিতরণ কার্যক্রম চলছে। ২৩, ২৪ নং ওয়ার্ড এলাকায় ইফতার বিতরণ করা হলো। এভাবে প্রতিদিনই একটি বা দুটি ওয়ার্ডে আমরা ইফতার বিতরণ করবো।