আতিকুল ইসলাম পরান, শ্রীপুর:
গাজীপুর শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে জোত জমি দখল করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠে। এমন অভিযোগ করেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাসিন্দা মোঃ আবুল কালাম আজাদ। তিনি জানান একটি জমি ক্রয় করেন যাহার তফসিল বর্ণিত জমির ১৪ নং সোনাব মৌজাস্হিত,যার এসএ খতিয়ান নং ৩২৫,৪৪৮/ এসএ দাগ নং৬১৪,৬২১ আর এস খতিয়ান নং৬,৩১১/ আর এস দাগ নং ২৮৭০,২৮৭১,২৮৭২ ইহার মধ্যে তাহার ক্রয়কৃত জমির পরিমাণ মোট ৩৬ শতাংশ। তিনি বলেন যে তিনি ২০১১ সালে ক্রয়সূত্রে এই জমির মালিক।
তিনি বলেন চাকুরির সুবাদে বাড়ীতে না থাকায় এবং তার স্ত্রী ও সস্তান ঢাকায় বসবাস করায় তার অবর্তমানে বিগত ২০১৬ ইং সালে কতিপয় ব্যাক্তি তাহার উপরোক্ত তফসিল বর্ণিত জমির উপর দিয়ে বেআইনীভাবে ক্ষতিসাধন করিয়া রাস্তা নির্মাণ করতে চাইলে তিনি বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। যাহার সি আর নং৭১৩/ ২০১৬, যাহা বর্তমান বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ নং আমলী আদালত,গাজীপুর আদলতে বিচারাধীন। আছে উক্ত মোকদ্দমা বিচারাধীন থাকার পরেও তিনি কর্মস্থলে থাকায় তার অবর্তমানে ২১/২/২০২১ ইং তারিখে উক্ত তফসিল ঘোষিত জমিতে ৬ ফুট রাস্তা নির্মাণ হয় স্থানীয় মেম্বার আশরাফুলের নেতৃত্বে। আশরাফুল মেম্বার কাওরাইদ ২ নং ওয়ার্ড মেম্বার। এই বিষয়ে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায় নি। ভুক্তভোগী আবুল কালাম আজাদ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা বরাবর রাস্তা অপসারনের অভিযোগ করেন।