বেতাগী প্রতিনিধিঃ আগামী ২০২১ শে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি ও জনতার করণীয় একটি জাতির কল্যাণ ও শান্তি-শৃংখলা, গতি-প্রকৃতি, উন্নয়ন- ইত্যাদি অনেকটাই নির্ভর করে সে জাতি কাদেরকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করবে।
বেতাগী উপজেলা বাসিন্দা এমডি রাকিব মৃধা এবং বেতাগী উপজেলা সাধারন জনগন জানিয়েছেন।ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন,যোগাযোগ, শিক্ষা, কৃষি ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা ও বাস্তবায়নে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশী থাকে। স্থানীয় নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে,তাদের হতে হবে সৎ, অভিজ্ঞ ও শিক্ষিত। তা হলে এলাকার সামাজিক উন্নয়ন দ্রুত ভাবেই হবে! অনেক সময় জনপ্রতিনিধির অজ্ঞতার কারণে কোথায় প্রকল্প বা কোথা থেকে উন্নয়নের জন্য বরাদ্দ আনতে হয় সে বিষয়টি জানে না। তাই ঐ এলাকা উন্নয়ন বঞ্চিত হয়ে যায়। অপরদিকে জনপ্রতিনিধি সেবার পরিবর্তে ব্যবসার জন্য রাজনীতি ও নির্বাচন করে। নির্বাচিত হয়ে সে জনসেবার কথা ভাবে না। কিভাবে জনগণের কাছ থেকে বিভিন্ন পন্থায় টাকা অর্জন করা যায়, কিভাবে সরকারি টাকা আত্মসাৎ করা যায় এই নিয়ে ব্যস্ত থাকে সারাটা সময়। এতে সাধারণ মানুষ বঞ্চিত হয় উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা থেকে। সমাজ উন্নয়নে কি ধরনের জনপ্রতিনিধি নির্বাচন করা দরকার তা জনগণের বুঝা উচিত।শুধু সরকার নয়, এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে। তাই এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, কৃষি ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম ব্যক্তিকেই ভোট দেয়া কর্তব্য বলে মনে করা উচিত।