আলোর জগত ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সন্ধ্যায় সংলাপে বসবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে অনুষ্ঠেয় এ সংলাপে ইউএনএ’র ৩৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জাপা ও ইউএনএ’র চেয়ারম্যান এইচএম এরশাদ।
প্রতিনিধি দলে এরশাদসহ জাপার ২৮ নেতা এবং জোট শরিকদের মধ্য থেকে ৫ জন থাকছেন। ৩৩ জনের এই তালিকা ইতোমধ্যে আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে বলে গতকাল রবিবার জানিয়েছেন জাপার মহাসচিব ও ইউএনএ’র মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার।
এরশাদ ছাড়াও প্রতিনিধি দলে জাপা নেতাদের মধ্যে থাকছেন- রওশন এরশাদ, জিএম কাদের, এবিএম রহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত হোসেন খোকা এমপি ও নুরুল ইসলাম ওমর। আর জোট শরিকদের মধ্যে থাকছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মান্নান ও মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক ও যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।