আলোর জগত ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে উচ্চ আদালত বর্জন কর্মসূচি পালন করছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থি আইনজীবীরা। আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বর্জন করে বিক্ষোভ করছেন আইনজীবীরা। আইনজীবী সমিতির ভবন থেকে আদালতে প্রবেশের দুটি গেটে তালা লাগানো রয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক প্রতিবাদ সমাবেশে বর্জনের কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
জয়নুল আবেদীন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ে পাঁচ বছরের দণ্ড থেকে হাইকোর্টে করা আপিলের রায়ে ১০ বছর সাজা দেওয়ায় আমরা কোনও প্রতিক্রিয়া দেখাইনি। তবে আলোচনা করার পর আমরা ‘বেআইনি’ এ রায়ের প্রতিবাদে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ বর্জনের ঘোষণা করছি।
উল্লেখ্য, গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট।