ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলে ৫৩২১৬

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বের অর্ধলক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভয়ঙ্কর করোনা মহামারি। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী এতে সবমিলিয়ে মারা গেছেন ৫৩২১৬ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের মোট ১০ লাখ ১৫ হাজার ৮৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার মানুষ। সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।

প্রায় তিনমাস আগে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উত্থান ঘটে কোভিড-১৯’র। ইতিমধ্যে বিশ্বের ২ শতাধিক (২০৪টি) দেশের ১০ লাখের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে এক লাখ মানুষ আক্রান্ত হতে প্রায় দেড় মাস সময় নেয়। সেটি ১০ লাখে রুপান্তরিত হতে সময় লাগলো আরো দেড় মাসের মত। গত প্রায় এক সপ্তাহের ব্যবধানে বিশ্বব্যাপী ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

এর মধ্যে এক চতুর্থাংশ আক্রান্তই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, আর আক্রান্তদের প্রায় অর্ধেক ইউরোপে।

যুক্তরাষ্ট্রে একদিনে ১,১৬৯ জনের মৃত্যু

বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গিয়েছেন ১,১৬৯ জন। এখন পর্যন্ত যে কোনো দেশে একদিনে মারা যাওয়া মানুষের সংখ্যার হিসেবে এটিই সর্বোচ্চ।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৬,০৭০ জন মারা গেলেন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৮৭৭ জন।

গত ২৪ ঘন্টায় স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬১ জন। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৬৫ জনে।

আগের দিনের চেয়ে আক্রান্তের হার বৃদ্ধি হয়েছে প্রায় ৮%, যা এর আগের কয়েকদিনও একই রকম ছিল। এর ফলে বিশেষজ্ঞরা ধারণা, স্পেন তাদের দেশে প্রাদুর্ভাবের চূড়ান্ত পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে আগামী কিছুদিনেরে মধ্যে সংক্রমণের হার কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর সংখ্যার হিসেবে ইতালির পরে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশ স্পেনে এরই মধ্যে প্রায় ৯ লাখ মানুষ কর্মহীন হয়েছে।

ইউরোপের আরেক দেশ জার্মানিতে মোট আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৭৮৯ জন এবং সর্বমোট মারা গেছেন ১১০৭ জন। এদের মধ্যে বৃহস্পতিবারই আক্রান্ত হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ, ৬৮১৩ জন। আর ওইদিন মারা গেছেন আরও ১৭৬ জন।

এছাড়া ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ হাজার ৩৮৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১০৫ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন মোট ৫০ হাজার ৪৬৪ জন এবং মোট মৃত্যু ৩১৬০ জন।

এছাড়া যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন মোট ২ হাজার ৯১২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলে ৫৩২১৬

আপডেট টাইম : ০১:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বের অর্ধলক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভয়ঙ্কর করোনা মহামারি। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী এতে সবমিলিয়ে মারা গেছেন ৫৩২১৬ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের মোট ১০ লাখ ১৫ হাজার ৮৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার মানুষ। সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।

প্রায় তিনমাস আগে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উত্থান ঘটে কোভিড-১৯’র। ইতিমধ্যে বিশ্বের ২ শতাধিক (২০৪টি) দেশের ১০ লাখের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে এক লাখ মানুষ আক্রান্ত হতে প্রায় দেড় মাস সময় নেয়। সেটি ১০ লাখে রুপান্তরিত হতে সময় লাগলো আরো দেড় মাসের মত। গত প্রায় এক সপ্তাহের ব্যবধানে বিশ্বব্যাপী ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

এর মধ্যে এক চতুর্থাংশ আক্রান্তই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, আর আক্রান্তদের প্রায় অর্ধেক ইউরোপে।

যুক্তরাষ্ট্রে একদিনে ১,১৬৯ জনের মৃত্যু

বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গিয়েছেন ১,১৬৯ জন। এখন পর্যন্ত যে কোনো দেশে একদিনে মারা যাওয়া মানুষের সংখ্যার হিসেবে এটিই সর্বোচ্চ।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৬,০৭০ জন মারা গেলেন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৮৭৭ জন।

গত ২৪ ঘন্টায় স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬১ জন। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৬৫ জনে।

আগের দিনের চেয়ে আক্রান্তের হার বৃদ্ধি হয়েছে প্রায় ৮%, যা এর আগের কয়েকদিনও একই রকম ছিল। এর ফলে বিশেষজ্ঞরা ধারণা, স্পেন তাদের দেশে প্রাদুর্ভাবের চূড়ান্ত পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে আগামী কিছুদিনেরে মধ্যে সংক্রমণের হার কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর সংখ্যার হিসেবে ইতালির পরে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশ স্পেনে এরই মধ্যে প্রায় ৯ লাখ মানুষ কর্মহীন হয়েছে।

ইউরোপের আরেক দেশ জার্মানিতে মোট আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৭৮৯ জন এবং সর্বমোট মারা গেছেন ১১০৭ জন। এদের মধ্যে বৃহস্পতিবারই আক্রান্ত হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ, ৬৮১৩ জন। আর ওইদিন মারা গেছেন আরও ১৭৬ জন।

এছাড়া ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ হাজার ৩৮৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১০৫ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন মোট ৫০ হাজার ৪৬৪ জন এবং মোট মৃত্যু ৩১৬০ জন।

এছাড়া যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন মোট ২ হাজার ৯১২ জন।