নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকায় আজ সোমবার বেশ কিছু মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ(এমজেসিবি)। পূর্ব বাড্ডায় সংগঠনটি স্বাধীনতা দিবস উপলক্ষে ‘গণহত্যা ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।পাশাপাশি দিবসটিকে অর্থবহ করার জন্য সংগঠনটি মুক্তিযোদ্ধাদের সম্মান জানায়।
সংগঠনের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি খনাদকার মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধারা বাংলার দামাল ছেলে। তারা বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবনকে বাজি রেখে এই দেশটি আমাদের উপহার দেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
প্রধান বক্তা ৩৭ ,৪১ ,৪২ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর কামরুন নাহার বলেন, আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের পরামর্শ ও তাদের সাথে নিয়ে কাজ করতে করে যেতে চাই।
বিশেষ অতিথি বাড্ডা থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুল আউয়াল বলেন, বঙ্গবন্ধু ও তার কন্যা মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে গেছেন ও এখনও করছেন। প্রধানমন্ত্রী আমাদের অনেক দিয়েছেন তাই তার জন্য সকলের কাছে দোয়া চাই।
বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান মো: মজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ডাকে সকল শ্রমিক ,কৃষক ,জনতা নয় মাস যুদ্ধ করে এই বাংলাদেশটি স্বাধীন করে।তাই যারা মুক্তিযোদ্ধা তাদেরকে সকলেই সম্মান করা উচিত ।
আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাগণ, বিটিভি’র লিজা ইসলাম, দৈনিক বর্তমানের সোহেল রানা, দৈনিক মানব কন্ঠের শহীদ রানা, দৈনিক বর্তমানের সাইফুদ্দিন জাফর।
এসময় উপস্থিত ছিলেন বাংলার দামাল ছেলে মুক্তিযোদ্ধারা ও অতিথি তাজিমুল, লিপন সহ টেলিভিশন, দৈনিক, সাপ্তাহিক, অনলাইনে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠনের কর্মকর্তা ও সদস্য সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ বেতারের নাজমুল হুদা।