সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে বাবা ছেলের। ছেলের জন্য বাবা অনেক গুরুত্বপূর্ণ। তাই বাবার ছায়া ছাড়া ছেলের জীবন অচল। যার ফলে, বাবার সন্তানের প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য থাকে।
সেই সৌভাগ্যবান ছেলে “শাহ্ জালাল খান নকিব”
নকিবের প্রতি তার বাবার ভালোবাসার নিম্নরুপ:
“শুভ জন্মদিন বাবা”
আজ তোমার জীবনে একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনটি সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার। আজ এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে। সৃষ্টিকর্তার দেওয়া ২টি সেরা উপহারের মধ্যে তুমি আমার একজন স্নেহ মাখা সন্তান। এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসের সীমাবদ্ধতা রয়েছে তবে তোমাদের ২জনের প্রতি আমার ভালোবাসার কোন কমতি নেই। তোমাদের জন্য আমি পৃথিবীর যেকোনো কাজ করতে সক্ষম। আমার স্নেহ মাখা ভালোবাসায় তোমাদের সারাজীবন আগলে রাখবো। আজকের এই বিশেষ দিনে শুভকামনা রইল তোমার জন্য। জীবনে সফলতা অনেক অর্জন করতে হবে,অনেকদূর এগিয়ে যেতে হবে। অনেক বড় হও দোয়া করি।