হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটে যুবকদের আগাগোনা বেড়েছে।উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বখাটের হামলার শিকার হয়েছে কয়েকজন ছাত্র।প্রতিদিন এলাকার কিছু চিহিুত বখাটের দেখা মিলে বিদ্যালয় চলাকালীন সময়।এরা বিদ্যালয় ছুটির আগে ও পরে মেয়েদের পিছু নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।এসব বিষয়ে অবগত রয়েছে বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসব বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহন করছে কোনো জানতে চাইলে সহকারী শিক্ষক আজাদ হোসেন বলেন আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের উত্ত্যক্তের বিষয়টি অভিযোগ পেয়ে তাদের পরিবারকে অবহিত করেছি।
এ ব্যাপারে বিদ্যালয়ের দশম শ্রেণীর শির্ক্ষাথী মোঃ হামিম সিয়াম ও রবিউল সহ একাধিক ছাত্ররা জানায় বিদ্যালয় চলাকালীন সময় ছুটির আগে ও পরে বিদ্যালয়ের আশে পাশে একদল বখাটে যুবকদের আগাগোনা থাকে।তখন তারা ছাত্রীদের কে বিভিন্ন সময় কুরুচির্পূন মন্তব্য ও উত্ত্যক্ত করে থাকে।তখন উত্ত্যক্তকারীদের কে প্রতিবাদ করলে বিভিন্ন ভয়ভীতি দেখায়।তারা আরো জানায় গত ২৫ নভেম্বর বিদ্যালয় আসার পথে ৪/৫ জন ছাত্রীকে চিহিৃত বখাটে সাইফুল সিফাত সহ চার পাচ জন মিলে তাদেরকে ইভটিজিং করলে আমরা বাধা প্রদান করি।এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালায়।
বিদ্যালয়ের সভাপতি আবদুল সামাদ খান(হেলাল) জানায় বিদ্যালয়ের শিক্ষরা এ বিষয়ে আমাকে অবহিত করা হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন খান বলেন এ ঘটনায় বিদ্যালয়ের শির্ক্ষাথীরা মৌখিক ভাবে অভিযোগ দিলে সকল শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত আসে সেই মোতাবেক ব্যবস্থা নিব।
এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইউনুস মিয়া বলেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাকে এখনো বিষয় জানায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।