ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

গাঁজার সবচেয়ে বড় চালান আটক: RAB-8 মাদারীপুর

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
RAB-8, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১৪ অক্টোবর ২০২১ইং তারিখে বিকাল ৪ টায় পূর্বের গোয়েন্দা মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শেখ হাসিনা মহা সড়কের আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে তল্লাশী অভিযান পরিচালনা করে ৩৯কেজি গাঁজা সহ একটি সাদা নোহা, নগদ অর্থ ও ৪টি মোবাইল ৭টি সিম কার্ড সহ ৩জনকে আটক করে RAB-8 মাদারীপুর।
আটককৃত মাদকদ্রব্য ৩৯কেজি গাঁজার আনুমানিক মূল্য ১১,৭০,০০০টাকা ও নগদ ৫৫০০টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহিত ঢাকা মেট্রো-চ-৫৩-৯৩৫১ সাদা নোহার ডিকি থেকে টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় গাঁজার এই বড় চালানটি।
জিজ্ঞাসাবাদে RAB-8 আরও জানতে পারে,  তারা মাদকদ্রব্য পরিবহনের সময় কুমিল্লা- চাঁদপুর ঘাট- মাদারীপুর- গোপালগঞ্জ রুট ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার মাদক পরিবহন করে আসছিল।
 আসামীদেরকে ধৃত গাঁজা ও অন্যান্য আলামত সহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
তিনি আরও বলেন, সন্ত্রাস,  চাঁদাবাজ, চোরাচালান, মাদক নির্মূলে বদ্ধ পরিকর। এই অভিযান অব্যাহত থাকবে।
Tag :
আপলোডকারীর তথ্য

আনুমানিক ০৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

গাঁজার সবচেয়ে বড় চালান আটক: RAB-8 মাদারীপুর

আপডেট টাইম : ০৭:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
RAB-8, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১৪ অক্টোবর ২০২১ইং তারিখে বিকাল ৪ টায় পূর্বের গোয়েন্দা মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শেখ হাসিনা মহা সড়কের আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে তল্লাশী অভিযান পরিচালনা করে ৩৯কেজি গাঁজা সহ একটি সাদা নোহা, নগদ অর্থ ও ৪টি মোবাইল ৭টি সিম কার্ড সহ ৩জনকে আটক করে RAB-8 মাদারীপুর।
আটককৃত মাদকদ্রব্য ৩৯কেজি গাঁজার আনুমানিক মূল্য ১১,৭০,০০০টাকা ও নগদ ৫৫০০টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহিত ঢাকা মেট্রো-চ-৫৩-৯৩৫১ সাদা নোহার ডিকি থেকে টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় গাঁজার এই বড় চালানটি।
জিজ্ঞাসাবাদে RAB-8 আরও জানতে পারে,  তারা মাদকদ্রব্য পরিবহনের সময় কুমিল্লা- চাঁদপুর ঘাট- মাদারীপুর- গোপালগঞ্জ রুট ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার মাদক পরিবহন করে আসছিল।
 আসামীদেরকে ধৃত গাঁজা ও অন্যান্য আলামত সহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
তিনি আরও বলেন, সন্ত্রাস,  চাঁদাবাজ, চোরাচালান, মাদক নির্মূলে বদ্ধ পরিকর। এই অভিযান অব্যাহত থাকবে।