আলোর জগত ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত শনিবার মানববন্ধন কর্মসূচি করার কথা থাকলেও দুপুরে শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন।
এর আগে দুপুর ১২টা থেকে শাহবাগে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ের চারদিকে রাস্তা অবরোধ করলে ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর ব্যস্ততম এই রুটে যানচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।সর্বশেষ দুপুর সোয়া ২টা পর্যন্ত শাহবাগ অবরোধ রয়েছে। অবরোধ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া জুলফিকার আজাদ বলেন, চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর করতে হবে। আগেও সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বাস্তবে তার সুফল এদেশের ছাত্ররা পায়নি। তাই আসছে নির্বাচনের আগেই বয়স বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
শামীম রেজা বলেন, ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়। তারপর দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বাড়েনি। ২১ বছর পর সরকার অবসরের বয়স বাড়িয়ে ৫৯ করলেও প্রবেশের বয়স বাড়েনি। আমরা বয়স ৩২ বা ৩৩ করলেও মেনে নেবো না। ৩৫ বছরই করতে হবে।