মোহাম্মদ রোমান শেখ: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পুন্ন হয়েছে। আগামী দুই বছরের জন্য প্রেসক্লাবের সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে দৈনিক যুগান্তরের ঢাকা উত্তর প্রতিনিধি এম এম হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খবর পত্রিকার টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ আলী ভূঁইয়া।
গত বৃহস্পতিবার টঙ্গী পৃর্ব থানা সংলগ্ন টঙ্গী থানা প্রেস ক্লাবের হলরুমে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। উক্ত নির্বাচনে টঙ্গী থানা প্রেসক্লাবের ৩৫জন সদস্যের মধ্যে ৩৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে একজন ভোটার তার ভোট প্রদান থেকে বিরত ছিলেন।
এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। আলহাজ্ব মনির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়।
সিনিয়র সহ-সভাপতি পদে মাহবুবুল আলম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোহাম্মদ রোমান শেখ।
যুগ্ন সাধারণ সম্পাদক পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমল চন্দ্র ঘোষ।
সাংগঠনিক সম্পাদক পদে মৃণাল চৌধুরী সৈকত এবং লুৎফুজ্জামান লিটন সমান ভোট পাওয়ায় তাদের ফলাফল স্থগিত করা হয়েছে।
কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
প্রচার ও দপ্তর সম্পপাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন মাস্টার ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন পিন্টু।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাজী এসএম মনির উদ্দিন, নির্বাচন কমিশনার পলাশ প্রধান ও আবু সালেহ মুছা।