ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় জানাজা সম্পন্ন

আলোর জগত রির্পোট :  বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকেলে আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, বিকাল ৫টায় সাবেক রাষ্ট্রপতির মরদেহ বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে আনা হয়।

আরো পড়ুন :  কুমিল্লায় আদালতকক্ষেই আসামিকে ছুরি মেরে হত্যা

বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় জানাজায় অংশ অসংখ্য ভক্ত, নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা। এসময় জাতীয় মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এর আগে দুপুর ১২টায় এরশাদের মরদেহ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। সেখানে নেতাকর্মীসহ সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। এরশাদের মরদেহ দেখতে সকাল থেকেই অসংখ্য ভক্ত, নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি সংসদের বিরোধীদলীয় নেতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের পক্ষ থেকেও।

সংসদ সদস্য কিংবা বিরোধীদলীয় নেতা হিসেবে এরশাদ জাতীয় সংসদে গিয়েছেন বহুবার। আজ সোমবার যান শেষবারের মতো; তবে কফিনবন্দি হয়ে। বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে স্বামীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান রওশন এরশাদ।

রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এরশাদ।

৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।

রংপুর-৩ আসন থেকে বারবার নির্বাচিত এ সংসদ সদস্য ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় (রংপুর জেলার দিনহাটা) জন্মগ্রহণ করেন। এরশাদ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, এককালীন প্রধান সামরিক প্রশাসক ও রাষ্ট্রপতি ছিলেন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় জানাজা সম্পন্ন

আপডেট টাইম : ০৪:৫৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯

আলোর জগত রির্পোট :  বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকেলে আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, বিকাল ৫টায় সাবেক রাষ্ট্রপতির মরদেহ বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে আনা হয়।

আরো পড়ুন :  কুমিল্লায় আদালতকক্ষেই আসামিকে ছুরি মেরে হত্যা

বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় জানাজায় অংশ অসংখ্য ভক্ত, নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা। এসময় জাতীয় মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এর আগে দুপুর ১২টায় এরশাদের মরদেহ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। সেখানে নেতাকর্মীসহ সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। এরশাদের মরদেহ দেখতে সকাল থেকেই অসংখ্য ভক্ত, নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি সংসদের বিরোধীদলীয় নেতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের পক্ষ থেকেও।

সংসদ সদস্য কিংবা বিরোধীদলীয় নেতা হিসেবে এরশাদ জাতীয় সংসদে গিয়েছেন বহুবার। আজ সোমবার যান শেষবারের মতো; তবে কফিনবন্দি হয়ে। বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে স্বামীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান রওশন এরশাদ।

রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এরশাদ।

৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।

রংপুর-৩ আসন থেকে বারবার নির্বাচিত এ সংসদ সদস্য ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় (রংপুর জেলার দিনহাটা) জন্মগ্রহণ করেন। এরশাদ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, এককালীন প্রধান সামরিক প্রশাসক ও রাষ্ট্রপতি ছিলেন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা।