আলোর জগত ডেস্ক: আগামী ২ মে থেকে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি করতে দেশে কার্যত সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. খুরশীদ আলমের সই করা এক আদেশে এ নির্দেশেনা দেয়া হয়। নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়, দেশের সব বিভাগীয় শহরে ২ মে থেকে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি করতে হবে। ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ বহির্ভূত সঞ্চয়পত্র লেনদেন করা যাবে না।
আরো পড়ুন : ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত কোচিং মালিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত
আরো পড়ুন : কৌতুক অভিনেতা আনিস আর নেই
কালো টাকা বিনিয়োগ বন্ধে সরকার অনলাইনে সঞ্চয়পত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
এরই ধারাবাহিকতায় ২ মে থেকে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি করতে হবে বাংলাদেশ ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদফতর, সোনালী ব্যাংক, বাংলাদেশ ডাক বিভাগকে।