পবিত্র শবে বরাত উপলক্ষে ২২ এপ্রিল সরকারি ছুটি থাকবে। পূর্বঘোষণায় এই ছুটি রাখা ছিল ২১ এপ্রিল। গতকাল বুধবার এই আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শাহীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে পূর্ব ঘোষিত ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলো। নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
অন্যদিকে, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ২১ এপ্রিল (রোববার) বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।