নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ’আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই ফায়ার সার্ভিসের একে একে ১৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করে। যা নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ৩৫ মিনিটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার কন্ট্রোল অফিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন। তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তিনি জানাতে পারেননি।
এর আগে, বুধবার (১৭ এপ্রিল) রাতে যাত্রাবাড়ীতে একটি মাদরাসা ভবনের গোডাউনে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে।