ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

এবার জাহিদ আকবরের কথায় কণ্ঠ দিলেন ঐশী

ফাইল ছবি

বিনোদন ডেস্ক :    বৈশাখে প্রকাশ হলো জাহিদ আকবরের কথায় ও ঐশীর কণ্ঠে নতুন গান ‘মন উতলা।’ গানের সুর-সংগীত করেছেন প্রত্যয় খান।

জাহিদ আকবর বলেন, গানটি তৈরি করতে সময় লেগেছে, কষ্টও হয়েছে। এবার বৈশাখে আমার লেখা এই একটিমাত্র গান থাকছে।

হাবিবের ডুব, ন্যানসির দুদিকেই বসবাস, ইমরানের আরাধনা, আরফিন রুমির প্রিয়তমা, মন রাখো পাঁজরে, কিছু কথা আকাশে পাঠাও, তুমিহীনা, কাজী শুভর মন পাঁজরে এমন বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার জাহিদ আকবর।

Tag :
আপলোডকারীর তথ্য

আনুমানিক ০৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এবার জাহিদ আকবরের কথায় কণ্ঠ দিলেন ঐশী

আপডেট টাইম : ০১:৩০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

বিনোদন ডেস্ক :    বৈশাখে প্রকাশ হলো জাহিদ আকবরের কথায় ও ঐশীর কণ্ঠে নতুন গান ‘মন উতলা।’ গানের সুর-সংগীত করেছেন প্রত্যয় খান।

জাহিদ আকবর বলেন, গানটি তৈরি করতে সময় লেগেছে, কষ্টও হয়েছে। এবার বৈশাখে আমার লেখা এই একটিমাত্র গান থাকছে।

হাবিবের ডুব, ন্যানসির দুদিকেই বসবাস, ইমরানের আরাধনা, আরফিন রুমির প্রিয়তমা, মন রাখো পাঁজরে, কিছু কথা আকাশে পাঠাও, তুমিহীনা, কাজী শুভর মন পাঁজরে এমন বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার জাহিদ আকবর।