নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন মো. আবু জাফর রাজু। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজুকে এ পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
উপসচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. আবু জাফরকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্ট সাপেক্ষে ৬ গ্রেড বেতন ভুক্তস্কেলের সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।
অন্যদিকে জনপ্রাসন মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সহকারী সচিব নাজমা নাহার স্বাক্ষরিত পৃথক আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক পিকেএম এনামুল কবিরকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে বদলি করা হয়েছে।
এছাড়া হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলামকে হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমানকে নোয়াখালীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।