আলোর জগত ডেস্ক : বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। গতকাল শুক্রবার রাতে র্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আটক মো. সরোয়ার (২৭) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঢালমারা এলাকার মৃত আদম আলী হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, বরিশাল-ঢাকা মহাসড়কের সিঅ্যান্ডবি রোডের পশ্চিম পাশে একটি কুরিয়ার সার্ভিস অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালানো হয়।
অভিযানে আটক মো. সরোয়ার সঙ্গে থাকা একটি কাগজের কার্টনের মধ্যে গুঁড়াদুধের কৌটার ভেতর থেকে পাঁচ হাজার ৮শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন।
এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।