আলোর জগত ডেস্ক : ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। এদিন মামলার সাক্ষী ইউনাইটেড হাসপাতালের ডা. শফিকুল ইসলামকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরা ও অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙারি সোহেল ও শাখাওয়াত হোসেন।
আসামিদের মধ্যে কাইয়ুম ও সোহেল পলাতক। অপর পাঁচ আসামি কারাগারে।