বিনোদন ডেস্ক : জাঁকজমকপূর্ণ আয়োজন, বিলাসিতা আর নতুনত্ব দেখানোর ক্ষেত্রে ভারতের ধনকুবের আম্বানি পরিবার কখনোই আপনাকে নিরাশ করবে না। আম্বানিকন্যা ইশা ও আরেক ধনকুবেরের সন্তান আনন্দ পরিমলের বিলাসবহুল বিয়ের পর ফের এ পরিবারের আরেকটি ব্যয়বহুল বিয়ে আলোচনায় এসেছে। আর তা হলো আম্বানিপুত্র আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বিয়ে।
খবরে প্রকাশ, ধনকুবের মুকেশ আম্বানি ও নিতা আম্বানি তাঁদের মেয়ের বিয়েতে কমপক্ষে ১১০ কোটি রুপি খরচ করেছিলেন। আর ছেলে আকাশ আম্বানির বিয়েতে খরচ বহুগুণে ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ডে আয়োজন করা হয়েছিল আকাশ-শ্লোকার অভিজাত বিবাহপূর্ব আয়োজন। একটি বিলাসবহুল হোটেল ভাড়া করা হয়েছিল ৫০০ জন অতিথির জন্য, যে হোটেলের সবচেয়ে কমদামি রুমভাড়া প্রতিদিন প্রায় এক লাখ রুপি।
ভারতের জনপ্রিয় নারীবিষয়ক সাময়িকী ওম্যান্স এরার প্রতিবেদন জানিয়েছে, নিতা আম্বানি তাঁর পুত্রবধূকে সূক্ষ্ম ও সুচারু কারুকাজযুক্ত একটি ডায়মন্ড সেট উপহার দিয়েছেন। জানেন, সেই উপহারের দাম কত?
হ্যাঁ, পুত্রবধূকে উপহার দেওয়া শাশুড়ির হীরার সেটটির মূল্য ৩০০ কোটি রুপি!
নিতা আম্বানি তাঁর ছেলের বউকে এমন কিছু উপহার দিতে চেয়েছিলেন যা হবে ইউনিক ও স্পেশাল। সেই ইচ্ছে থেকেই এমন সেট উপহার দেন, যা বানানো হয়েছে দুনিয়ার সবচেয়ে দামি হীরা থেকে। এই ডায়মন্ড সেটটির নাম লা’ইনকম্পেরেবল, অর্থাৎ যার তুলনা হয় না। ডায়মন্ড সেটটির কাট ও ডিজাইন খুবই নিখুঁত ও কোনোভাবেই নকল করা যাবে না।
প্রতিবেদনটি আরো জানাচ্ছে, ননদ ইশা আম্বানি তাঁর ভ্রাতৃবধূ শ্লোকা মেহতাকে একটি বাংলো উপহার দিয়েছেন, যেখানে মূলত ইশার শৈশব কেটেছে। নিতা আম্বানি আগে থেকেই ভেবে রেখেছিলেন তাঁর সব গহনা পুত্রবধূর নামে দিয়ে দেবেন। কিন্তু পরে বিশেষ কিছু উপহার দিতে চান, সেটিই এই ডায়মন্ড সেট।
মুকেশপুত্র আকাশ ও রাসেল মেহতার কন্যা শ্লোকার বিয়েতে নিজেদের ইন্ডাস্ট্রির সবাই উপস্থিত ছিলেন। আলোচিত বিয়েটি ইশা আম্বানির ব্যয়বহুল বিয়ের পর পরই আয়োজন করা হয়। দুটি বিয়েই মূলত ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিয়ের কাতারে পড়ে।