আলোর জগত ডেস্ক : লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে সম্প্রতি খুলনার একটি হোটেলে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় লিড ব্যাংক হিসাবে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড খুলনা জেলায় এর আয়োজন করে।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরি করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে বেড়ে উঠায়ই এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান ও সভাপতিত্ব করেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক এ, কে, এম ফজলুর রহমান এবং খুলনার নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন খান প্রমুখ।